অবতক খবর,২২ আগস্ট: সৌগত রায় মদন মিত্রের পর এবার বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের কৃষি মন্ত্রী তথা খরদার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়।
এদিন তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খড়দহ বিধানসভার বিলকান্দা 2 অঞ্চলে প্রস্তুতি কর্মিসভায় শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মমতা ব্যানার্জির গায়ে কোনো কালী নেই।কেউ যদি চোর চোর বলে আমার গায়ে লাগে আর তখন মুখটা দেখি আর একটা ঘুসি মারি ,মমতা ব্যানার্জির গায়ে কোনো কালী নেই।