অবতক খবর,২৭ আগস্ট: ব্যারাকপুর-দমদম জেলার সভাপতি হয়েছেন তৃণমূল নেতা তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক।

সভাপতি পদে আসীন হওয়ার পর দলকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সাংগঠনিক স্তরে বিভিন্ন বৈঠক শুরু করে দিয়েছেন পার্থ ভৌমিক।

এ নিয়ে পার্থ ভৌমিক বলেন, “সামনেই পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনের জন্য কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকে ঘিরে কোনরকম রিগিং চলবে না। যে বা যার বিরুদ্ধে রিগিং এর অভিযোগ আসবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হবে। সবকিছু যাতে সুষ্ঠুভাবে হয় এবং কোনো রকম কোনো গন্ডগোল যাতে না হয় সেই নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী।”

পার্থ ভৌমিক বিভিন্ন বৈঠকে ব্যক্তিগতভাবে বলেছেন,”নির্বাচনের সময়ে কোনরকম রিগিং অথবা যদি কোনো কারচুপি ধরা পড়ে তবে সেই ওয়ার্ডে ফের পুনরনির্বাচনের আবেদন করা হবে।”

সাংগঠনিক স্তরে বৈঠকের পাশাপাশি তিনি ওয়ার্ড ভিত্তিক কাজও শুরু করে দিয়েছেন। যাতে মানুষ সব রকম সুযোগ-সুবিধা পায়।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ লিগাল সেল, ব্যারাকপুর কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন সমস্ত আইনজীবীরা।

এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন আইন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস এর অন্যতম মুখপাত্র রাজীব চৌধুরী, ব্যারাকপুর তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সৌগত দেব সহ অন্যান্য আইনজীবী ও বিশিষ্ট নেতৃত্বরা। ‌

এই রক্তদান শিবিরে প্রায় ৭০ জন রক্ত দাতা রক্ত দান করেছেন।

এই রক্তদান শিবিরের শেষে ঘোষণা করা হয় যে, ব্যারাকপুর কোর্টের দায়িত্ব দেওয়া হল বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীকে।

অ্যাডভোকেট অফ ল ক্লার্ক ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পেলেন তিনি।

এডভোকেট হোক কিংবা ল ক্লার্ক, তাদের সুবিধা অসুবিধা দেখাই এই কমিটির কাজ।
আর সেসব বিষয় এবার দেখবেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী।

তাঁকে এই পদে আসীন করার জন্য তিনি উচ্চ নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন।