অবতক খবর , উত্তর দিনাজপুর : বিগত বেশ কয়েক বছরের মতন মহালয়ার সকালে জমজমাট উৎসবের সূচনা এবার কিন্তু তেমন ভাবে হলোনা। করোনা আবহে পাল্টে গেল সে সব। মহালয়ার দিন সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব এর ঘোষণা হলো বেশ কয়েকটি ক্লাবে।
ইসলামপুরের দেশবন্ধূপাড়া আদর্শ সংঘের সদস্যরা এবার ছোট্ট ভাবনায় মহালয়ার আবহকে সঙ্গে নিয়ে শহর পরিক্রমায় অংশ নিলেন। ক্লাবের মহিলা ব্রিগেডের সম্পাদক চৈতালি পাল দেবনাথ জানান, তারা দু’বছর ধরে জমজমাট ভাবে প্রভাত ফেরী করে আসলেও এবার এই সংকটের মুহূর্তে জাতীয় সড়ক ছুঁয়ে বাস টার্মিনাস হয়ে তারা বাড়ি ফিরে এসেছেন এবং এই উদ্যোগ ছিল কিছু মানুষকে নিয়ে। সবাইকে শামিল করা যায়নি।
অন্য দিকে ইসলামপুরের আরো একটি বড় পুজো কমিটি নেতাজিপল্লী ব্লক পাড়া দুর্গাপূজা কমিটি। তারাও পাড়ার মধ্যেই ছোট্ট পরিসরে আয়োজন করলেন মহালয়া উপলক্ষে একটি ছোট্ট শোভাযাত্রার। পুজো কমিটির সম্পাদক বিজয় দাস জানান, এবছর করোনার জন্য সবকিছুই তাদের ছোট্ট ভাবনার প্রতিফলন ।এলাকার মানুষজনের যাতে মন খারাপ না হয় তাই স্বল্প পরিসরে মাক্স পড়ে সামাজিক দূরত্ব মেনে পাড়াতে তারা শোভাযাত্রার আয়োজন করেছেন। অন্যান্য বছরের মতো আর অন্য কোন কর্মসূচি ছিল না এবার।