অবতক খবর,২১ আগস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।রাগিং এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে সব মহল।এবার রাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হলো রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত স্বপন দত্ত বাউল।বিনা পারিশ্রমিকে তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক প্রচার চালান গান গেয়ে।এবার যাদবপুর এর ছাত্র মৃত্যুর ঘটনায় গান গেয়ে প্রতিবাদে সরব হলেন স্বপন দত্ত বাউল।এদিন হুগলি জেলার কোন্নগর এর নবগ্রাম হিরালাল পাল কলেজের সামনে গান গেয়ে রাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হন স্বপন দত্ত বাউল।কলেজ গেটের সামনে এদিন ছাত্র ছাত্রীদের সামনে গান গেয়ে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানান ও রেগিং এর বিরুদ্ধে সোচ্চার হন।

এদিন গান শেষে স্বপন দত্ত বাউল বলেন মহাভারতের সময় দুঃশাসন ছিলো আর এখনের সময়েও আছে।কিন্তু তাদের আটকাতে হবে।রাজ্যের সমস্ত মানুষকে এক হয়ে রাজনীতি ছাড়া এই ঘটনার প্রতিবাদ করতে হবে।যাতে আর কোনো মায়ের কোল না খালি হয়।অনেক আশা নিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে আসে আর এরপর তারা রেগিং এর শিকার হয়ে প্রাণ হারাতে হয়।এর বিরুদ্ধে সকলকে একসাথে প্রতিবাদ করতে হবে।এছাড়াও স্বপন দত্ত বাউল বলেন যাদবপুরের যেসব ছাত্র ছাত্রীরা বলছে সেটা তাদের দ্বিতীয় বাড়ি সেখানে নেশা করা যায় তাদের আগে শাস্তি দিতে হবে।আর যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের এত কঠোর শাস্তির প্রয়োজন যেটা দেখে অন্যরা আর এসব করার সাহস না পায়।

আর যাদবপুরে সমস্ত জায়গায় সিসি টিভি লাগানো প্রয়োজন যাতে দোষীদের শনাক্ত করে শাস্তি দেওয়া যায়।আর বহিরাগত প্রবেশ বন্ধ করা প্রয়োজন।আর এই বিষয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের একসাথে ব্যাবস্থা নেওয়া প্রয়োজন।আর এই বিষয়ে বাড়ির অভিভাবকদের আরো সচেতন হওয়া দরকার যাতে তাদের বাড়ির ছেলে মেয়েরা পড়তে এসে আদতে সেখানে কি করছে সেটার খবর রাখা দরকার।

আর নবগ্রাম হিরালাল পাল কলেজের প্রাক্তন ছাত্র শতদ্রু কর বলেন তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত কলেজগুলোতে এসব দেখা যায়না।আর তাদের কলেজেও সিসি টিভি রয়েছে।সিসি টিভি থাকলে যাদবপুর বিশ্বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অসুবিধা কোথায়।আর বহিরাগত প্রবেশ অবিলম্বে আটকানো দরকার।