অবতক খবর ২৭ ফেব্রুয়ারিঃ জানা গিয়েছে ফ্যাসিবাদ ক্রমে ক্রমে তার হাত দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চলেছে। এবার সংবাদ সম্প্রচারেও ফ্যাসিবাদী দাপট কায়েম হতে চলেছে। আকাশবাণী এবং দূরদর্শন স্বাশাসিত সংস্থা্ এরা ভারতীয় জনগণের মধ্যে খবর সম্প্রচার করে থাকে। এই জনমাধ্যম দুটির ওপর খবরদারি করতে চাইছে ভারতীয় রাষ্ট্রের বিধিবদ্ধ সংস্থা প্রসার ভারতী। ইতিমধ্যে ১৪ ফেব্রুয়ারি একটি চুক্তি হয়ে গিয়েছে। জানা গিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুটি সংবাদ সংস্থা পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং ইউএনএ অর্থাৎ ইউনাইটেড নিউজ এজেন্সি থেকে এরা আর সংবাদ কিনতে পারবে না।

এদের সংবাদ কিনতে হবে হিন্দুস্তান সমাচার সংস্থা থেকে। জানা গিয়েছে এই সংস্থার কর্তৃত্বে রয়েছেন আরএসএস এবং হিন্দু পরিষদের মানুষজন। আরো জানা গেছে ১৯৪৮ সালে এই সংস্থাটি তৈরি করেছিলেন সেই সময়ের আরএসএস-এর প্রবীণ প্রচারক শিবরাম শঙ্কর আপ্তে।