অবতক খবর,২৯ সেপ্টেম্বর: এবার সাইবার প্রতারণার শিকার প্রাক্তন আই এ এস অফিসার। অনলাইন শপিং সংস্থার কর্মী পরিচয় দিয়ে প্রতারণা। কলকাতা থেকে পুলিশের জালে ভিন রাজ্যের ৫।
পুলিশ সূত্রে খবর ৮০ বছরের বৃদ্ধ সল্টলেকের বাসিন্দা পি কে ভর্মা। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, কোনো এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাকে দুটি ফোন নম্বর থেকে ফোন করে নিজেদের একটি নামী অনলাইন শপিং সংস্থা (আমাজন) প্রমো টিম এক্সিকিউটিভ ও সংস্থার ডিস্প্যাচ অফিসার পরিচয় দেয় এবং তার কাছে বিভিন্ন জিনিসের অফার প্রাইস জানিয়ে দ্রব্য কিনতে বলে। অভিযোগকারী বৃদ্ধ দ্রব্য কেনার জন্যে প্রায় ৪০হাজার ৬৮৬টাকা তাদের বলে দেওয়া ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়। তার পর থেকে তারা যোগাযোগ বন্ধ করে দেয় এবং সেই দ্রব্য তার কাছে এসে পৌঁছায়নি বলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন বৃদ্ধ। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ হানা দেয় কলকাতার রিজেন্ট পার্ক এবং গলফ গ্রিন এলাকায়। সেখান থেকেই এই প্রতারণা চক্রের ৫ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্ত মণীশ কুমার ঝা বিহারের বাসিন্দা এবং কার্তিক কুমার, প্রিয়ানসু শর্মা, রাকেশ কুমার ও দীপক কুমার ঝাড়খণ্ডের বাসিন্দা। এই পাঁচজন কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতো এবং বিভিন্ন মানুষকে একই পদ্ধতিতে প্রতারণা করত বলে পুলিশ সূত্রে খবর। তাদের কাছ থেকে ১৯টি এটিএম কার্ড, ৪টি প্যান কার্ড, ৬টি সিম, ৪টি মোবাইল ফোন, একটি রাউটার, ব্যাংক পাশবুক, চেক বই ও আঁধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।