অবতক খবর,২৬ জানুয়ারি,বীরভূম:তালিকায় নাম উঠল লোকশিল্পী রতন কাহারের। এত গান লিখেও সংসার চলছে না! একসময় আক্ষেপ করেছিলেন রতন কাহার। এবার সেই লোকশিল্পী, গায়ক পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। সন্ধ্যায় দিল্লি থেকে তাঁকে ফোনে পাওয়া যায় নি। জেলাশাসকের দফতরে যোগাযোগ করা হয়। ভাদু গান গেয়ে যৌবনে জীবন শুরু করেছিলেন রতন। পরে শুরু করেন গান বাঁধতে।

জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন। প্রসার ভারতীতেও গেয়েছেন অনেকবা। কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও। বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল’-এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। ১৯৭২ সালে তিনি এই গানটি লিখেছিলেন। রতন কাহারও বৃদ্ধ হয়েছেন। বয়স ৮৮ বছর। একের পর এক লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি। ছোট বড় মিলিয়ে অনেক পুরস্কার পেয়েছেন। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, তথ্য সংস্কৃতি বিভাগ বিভিন্ন সম্মাননা কিম্বা পুরষ্কার রয়েছে তার ঝুলিতে।