অবতক খবর,১৫ জুলাই,মলয় দে নদীয়া:-১৪ই জুলাই ভারতীয় জীবন বীমা নিগমের রানাঘাট শাখার সপ্তদশ দ্বি-বার্ষিক শাখা সম্মেলন অনূষ্ঠিত হলো নদীয়ার শান্তিপুরের পাবলিক লাইব্রেরী হলে৷ এদিন সকালে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান, পদযাত্রার পর শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা হয়৷
সরকারী বা বেসরকারী প্রফেশনে কর্মচারীরা যেমন নিজেদের অধিকারের জন্য আন্দোলন চালান তেমনি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার রানাঘাট শাখাও এলআইসির পলিসি হোল্ডারদের সুযোগ বৃদ্ধি একই সঙ্গে এলআইসির এজেন্টদের সুযোগ সুবিধা বৃদ্ধীর জন্য আন্দোলনে সামিল হয়েছেন৷
এদিনের সম্মেলন উপস্থিত ছিলেন রানাঘাটের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ধীরাজ কুমার নাথ, ফুলিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার রূপক চক্রবর্তী, এবিএম উৎপল কান্তি মন্ডল, এআইআইইএ-এর স্বাগতম নাথ, এনএফআইএফডব্লুআই-এর বাপি সাহা, এলআইসিএজেন্ট ওর্গানাইজেশনের রানাঘাট শাখার সভাপতি উত্তম লাহিড়ি প্রমুখ৷ এদিনের এজেন্টদের সম্মেলনের পর ঐ সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তাদের দাবী দাওয়ার কথা তুলে ধরেন ডেভলপমেন্ট অফিসারদের রাজ্য কমিটির নেতা অমিত ভট্টাচার্য৷
অমতবাবু বলেন যে, এলআইসি ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করছে৷ আর এলআইসিকে শক্তিশালী করছে এজেন্টরা৷ এজেন্টরা রোদ, ঝড়, জল উপেক্ষা করে পলিসি তুলে এনে আদতে এলআইসি তথা দেশকে অর্থনীতিক এগিয়ে নিয়ে যাচ্ছে৷ তাই এজেন্টদেরকে সুরক্ষিত রাখা এলআইসির কর্তব্য৷ এদিনের সম্মেলন থেকে দাবী তোলা হয় যে, অবিলম্বে সমস্ত স্তরের এজেন্ট বন্ধুদের সন্তানদেরও মেডিক্লেমের অন্তর্ভূক্ত করতে হবে৷ আনন্দ এপের সরলিকরণ করা এবং তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা, এজেন্ট ওয়েল ফেয়ার ফান্ড চালু করা, অবিলম্বে এলআইসির শেয়ার বিক্রি বন্ধ করা, ডাইরেক্ট মার্কেটিং বন্ধ করা, প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা, গ্রুপ ইন্সুরেন্সের কভারেজ বাড়িয়ে ২০লক্ষ টাকা করা, বীমা সুগম এপস চালুর প্রস্তাব বাতিল করা, এজেন্টদের পেনশন চালু করা, কর্পোরেট এজেন্ট প্রথা বাতিল করা, আড়ংঘাটা ও শান্তিপুরে স্যাটেলাইট অফিস তৈরী করা, মহিলা এজেন্টদের মাতৃত্বকলীন সুবিধা দেওয়া, বীমা গ্রাহকদের বোনাস বৃদ্ধি করা, প্রিমিয়াম পয়েন্টে জমা নেওয়া প্রিমিয়ামের অন্ততঃ ১-২দিন সময় বাড়ানোর দাবী তোলা হয় এদিনের সম্মেলন থেকে৷ খুবই সুসৃঙ্খলভাবে এদিনের সম্মেলন সম্পন্ন হয়েছে বলেও উদ্যোক্তারা দাবী করেছেন৷