নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর :: অবিলম্বে ইসলামপুরে কোভিড হাসপাতাল চালু করতে হবে এবং করোনার প্রকৃত তথ্য কোনভাবেই গোপন করা চলবে না। সংশ্লিষ্ট বিষয়ে দুটি সহ একাধিক দাবিতে সরব হয়ে বুধবার ইসলামপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেবার পাশাপাশি বিক্ষোভ দেখালেন বিজেপির ইসলামপুর টাউন মণ্ডল কমিটির সদস্যরা।
এদিন সেখানে এই কর্মসূচিতে সামিল হলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তিনি বলেন, ইসলামপুরে কোয়ারান্টাইন সেন্টার যেগুলো রয়েছে সেখানে খাদ্য সামগ্রী সহ সঠিক পরিষেবা পাচ্ছেনা অনেকেই। পাশাপাশি এলাকায় রেশনে দুর্নীতি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ মাথাপিছু পাঁচ কেজি করে চাল যেমন অনেকেই পাচ্ছেন না তেমনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত ডালও বন্টন করতে হবে।
অন্যদিকে ইসলামপুর পৌরসভার প্রশাসক হিসাবে তৃণমূলের দলীয় নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, আমরা এই প্রশাসককে মানছি না। প্রশাসনের কাউকে প্রশাসক না করে কেন রাজনৈতিক দলের নেতৃত্বকে করা হচ্ছে,তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, সামান্য পরিষেবা যিনি দিতে পারছেন না তখন তাকে কেন প্রশাসক করা হচ্ছে? সংগঠনের ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য্য জানান, সংশ্লিষ্ট বিষয়গুলো এলাকার বাসিন্দাদের নিরাপত্তা এবং সুরক্ষার স্বার্থে বিবেচনা করে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে তারা ফের আন্দোলনে সরব হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
অন্য দিকে এদিনই চার দফা দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিলেন সিপিএমের ইসলামপুর এক নম্বর এরিয়া কমিটি। সংগঠনের সম্পাদক বিকাশ দাস জানান, এলাকার স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। লালারসের নমুনা পাঠাবার দশ দিন পর সেই রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং সে সময়ে রোগীরা ঘুরে বেড়াচ্ছে ফলে যেকোনো মুহূর্তে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
স্মারকলিপিতে জানানো হয়েছে, অবিলম্বে কোভিড হাসপাতাল খোলার দাবি পূরণ করতে হবে। পৌরসভার মাধ্যমে বাজার ঘাট সর্বত্র প্রতিদিন স্যানিটাইজড করতে হবে এবং এলাকায় সাধারণ মানুষের মাস্ক হীন চলাচল বন্ধ করতে হবে সহ চার দফা দাবি পেশ করা হয়েছে । দাবি পূরণ না হলে তারাও লকডাউন কে মান্য করে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।