অবতক খবর,১৯ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর বাজার এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় অশান্তির অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
ধৃত সৌরভ বাগ, বানু মাঝি, বাবুর রুদ্র,সুমন মল্লিক, এরা সবাই মন্তেশ্বর গ্রামের বাসিন্দ । অপরজন ধৃত স্বপন দাস মন্তেশ্বর জয়রামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায়ওই ৫জন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মন্তেশ্বর বাজার এলাকায় গালিগালাজ ও অশান্তি করছিল। এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ওই ৫জনকেই গ্রেপ্তার করে আনে। আজ বুধবার ওই ৫জনকেই কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।