অবতক খবর :: মোথাবাড়ি :: কালিয়াচক-২নং ব্লকের বহু শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরছেন। আশ্রয় নিচ্ছেন এলাকার বিভিন্ন করেন্টাইন সেন্টারে।
এই সেন্টারগুলি জীবাণু মুক্ত করতে উদ্যোগী বাবলা কমলপুরের বাসিন্দা হাসিমুদ্দিন আহমেদ। তিনি রথবাড়ি গ্রামপঞ্চায়েতের সদস্য। রবিবার রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আইডিয়াল মাদ্রাসা করেন্টাইন সেন্টার , ভাগবতীপুর প্রাইমারি স্কুল, মান্নুটোলা প্রাইমারি স্কুল ও পথ চলতি বাবলা স্ট্যান্ড ও বাজারে সানিটাইজার নিজের হাতে করলেন ।
এই করেন্টাইন সেন্টারগুলিতে মাস্ক এর প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করে পরিযায়ী শ্রমিকদের মধ্যে রাজ্যসভার সাংসদ মৌসম নূরের পাঠানো মাস্ক বিতরণ ও করা করেন। নিজে উপস্থিত ছিলেন না মৌসম তবে পঞ্চায়েত সদস্য হাসিমুদ্দিন এই মাস্ক তুলে দেন পথ চলতি অনেকে হাতে।