অবতক খবর,১১ মার্চ: পায়ে গুরুতর চোট পেয়ে কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে এবং ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। গতকাল রাতে এমআরআই করার পর পায়ে আপাতত প্লাস্টার করা হয়েছে। তিনি আঘাত পেয়েছেন ডান কাঁধ ও কনুইয়ে।ব্যাথা অনুভব করছেন ঘাড়েও। এই চোটের পর মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জানান যে তিনি বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করছেন।
ফলে রাতে ইসিজি’ও করা হয়। তবে বুকে ব্যথা আঘাতজনিত কারণে হচ্ছে কিনা তা নিশ্চিত হতে সিটি স্ক্যান করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এছাড়া, আজ আবার সমস্ত পরীক্ষা নিরীক্ষা পুনরায় করা হবে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।সেইজন্য গঠিত হয়েছে ৯ সদস্যের মেডিক্যাল টিম। এসএসকেএম-এর অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের।