অবতক খবর,১৫ সেপ্টেম্বর: গত দু’বছর ধরে বন্ধ মুর্শিদাবাদের ঐতিহ্যপূর্ণ বেড়া ভাষা উৎসব। মুসলিম ধর্মের মানুষের কাছে মহরম মাস শোক পালনের মাস। আর এই মাসেই উৎসব অনুষ্ঠান করা নিষিদ্ধ করে তবে নিয়ম-রক্ষারতে ছোট্ট একটি কলার ভেলা তৈরি করে ভাসিয়ে দেওয়া হবে বলেই জানা গেছে। নবাবী আমল থেকেই বাংলার ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই বেড়া ভাষা উৎসব পালন করা হয়।

বিভিন্ন বই থেকে জানা গেছে, মুর্শিদকুলি খাঁ এই বেড়া ভাষা উৎসব শুরু করেন। নবাবী আমলে জলপথে খাজনা পাঠাতে হতো মোগল সম্রাটদের কাছে। এই বেড়া ভাষা কলার ভেলায় রংবেরঙের কাগজ দিয়ে সাজিয়ে তাপে সোনা ও রুপার প্রদীপ জ্বালিয়ে পুজো করে গঙ্গাবক্ষে ভাসিয়ে দেওয়া হতো। এখন বেড়া ভাষা মুর্শিদাবাদ এস্টেট তরফে আয়োজন করা হয়। প্রতি বছরই এই উৎসবে বহু মানুষ আসেন। লালবাগে আতসবাজির রোশনাইয়ে চারিদিক আলোকিত হয়ে পড়ে। কিন্তু করোনা আবহে বন্ধ হয়ে আছে বেরা উৎসব। উৎসব বন্ধ হওয়ায় পর্যটনের সঙ্গে যুক্ত আছেন লালবাগ শহরবাসীর মুখ ভার। কারণ এই বেড়া ভাষা উৎসবকে ঘিরে জেলার মানুষ তো বটেই অন্যান্য জেলা থেকেও লোক ছুটে আসতেন এবং ব্যবসায়ী যারা আছেন তারা ভালই ব্যবসা করতেন। কিন্তু বেড়া ভাষা বন্ধ হওয়ায় সবার রুটি-রুজির টান পড়েছে। তবে জানা যাচ্ছে, পুজোর পর যদি পরিস্থিতি ঠিক হয় তাহলে বেড়া ভাষা উৎসব নিয়ে চিন্তা করা যাবে।