অবতক খবর: দিন কয়েক আগেই ওয়েবেল সংস্থার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই তড়িঘড়ি সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। রাজ্য সরকারের তথ্য-প্রযুক্তি সংস্থা ওয়েবেলের দায়িত্বে আনা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে।

সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে দুঁদে আইএএসকে। শুক্রবার এই মর্মে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগামী সপ্তাহ থেকেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ওয়েবেলের টেন্ডার দুর্নীতির অভিযোগ ইস্যুতে আগামী সপ্তাহে সাংবাদিক বৈঠক করার কথা শুভেন্দুর। সেখানেই ওয়েবেলের দুর্নীতি প্রকাশ্যে আনবেন বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। তাঁর অভিযোগ ছিল, রাজ্যের শাসকদল ঘনিষ্ঠ প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাককে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে।

এহেন পরিস্থিতিতে ওয়েবেলের চেয়ারম্যান পদে আনা হল আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এ বিষয়ে আগেই রাজ্যের সচিবালয়ের তরফে প্রস্তাব রাজভবনে পাঠানো হয়। রাজ্যপাল তাতে সম্মত দেন। এই অনুমোদন পেয়েই বিজ্ঞপ্তি জারি করে নবান্ন।