স্কুল খোলার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে। নতুন নতুন স্লোগানের জন্ম দিচ্ছে এই আন্দোলন
ওরে শিক্ষামন্ত্রী! খোল দ্বার খোল
তমাল সাহা
এক)
স্কুল ঘরের কান্না–
অনলাইন আর না।
দুই)
অনলাইন অফ করো
স্কুল ফেরাও, স্কুলে ফেরো।
তিন)
দিদিমণি মাস্টারমশাই
আমরা সবাই–
স্কুল চাই! স্কুল চাই!
চার)
পেটে খিদে ভাত চাই
মনে খিদে স্কুল চাই।
পাঁচ)
আয় তোরা, ফিরে আয়
স্কুলঘর শূন্য হায়!
ছয়)
আয়! তোর টাস্ক দেখি?
কেন করিস নি পড়া?
নে কান ধর!
বেঞ্চের উপর দাঁড়া।
এসব কে বলবে স্কুল ছাড়া!
সাত)
স্কুল এখন অন্ধ
বিশাল গেট তার কতদিন বন্ধ!
বাতাসে ভাসে তার হাহুতাশ।
ঘরবন্দি পড়ুয়ারা কি করে আর!
ঝরে পড়ে দীর্ঘশ্বাস।
আট)
স্যার ম্যাডাম– প্রাণের ডাক
অনলাইন ফিরে যাক।
নয়)
e-স্কুল দুর হটো
ইস্কুল তুমি জেগে ওঠো!
দশ)
সকাল-বিকেল দুপুর রাত–
থাকুক খোলা।
আমাদের কী!
বড়রা যাক পানশালা।
আমাদের তো এক বেলা–
চলো যাই পাঠশালা।
এগারো)
শাসকের প্রিয় গঙ্গাসাগর
আমাদের প্রিয় বিদ্যাসাগর।
শাসক চায় সাগর মেলা
ভাঙরে ভাঙ!
স্কুল গেটের তালা।
বারো)
দেখিয়েছিস অনেক কেরামতি!
চারাগাছগুলোর হলো যে ক্ষতি!
নে এবার খোল, স্কুলগেট খোল
শুনি শিশুদের হৈচৈ কলরোল।