অবতক খবর: শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ওষুধের অসাধু চক্র নিয়ে বিস্ফোরক দাবি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের এহেন অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্য প্রশাসনকে দুষছেন বিরোধীরা।
রাজ্যপাল বলেন, “রাজ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধের একটা চক্র চলছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধের ওপর নতুন লেবেল লাগিয়ে বিক্রি চলছে। কোটি কোটি টাকার চক্র চলছে আপনার আশপাশে। ওএসডি’র মাধ্যমে ই-মেল মারফত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ সত্যি হলে দোষীদের ফাঁসি দেওয়া উচিত।” তদন্তের আশ্বাসও দেন তিনি।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখ থেকে এই মন্তব্য আসার পর সিপিএম নেতৃত্বের দাবি, নৈরাজ্যের বাংলায় সবেতেই দুর্নীতি চলছে। তাই ওষুধের অসাধু চক্র নিয়ে আলাদা করে মাথাব্যথার কিছু নেই। বিজেপির গলাতেও প্রায় একই সুর। গেরুয়া শিবিরের মতে, “রাজ্যই চালাচ্ছে অসাধুরা। সেখানে সাধু চক্র চলবে তা আশা করাই ভুল।”
তবে ঘাসফুল শিবির এই অসাধু চক্র নিয়ে রাজনৈতিক অভিযোগ-পালটা অভিযোগের বিপক্ষে। শাসক দলের বক্তব্য, যদি সত্যি এই ধরনের চক্র বাংলায় থাকে, তবে প্রশাসনিক উদ্যোগে অভিযুক্তদের গ্রেফতার করা প্রয়োজন।