অবতক খবর :: শিলিগুড়ি :: ওষুধ না পেয়ে পুলিশকে ফোন করতেই মুশকিল আসান। খোদ পুলিশ কর্মীরাই বাড়িতে এসে পৌঁছে দিলো ওষুধ।ওষুধের প্রয়োজনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাথে যোগাযোগ করেন শর্মিলা দত্ত। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা তিনি। তার ফোন পেয়েই ওষুধ নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশের এহেন উদ্যোগে দারুণ খুশী শর্মিলা দত্ত।
তিনি বলেন, আমার ননদের ছেলে কিছু ওষুধ খায়। কিন্তু তা কোথা থেকে পাবো? কারণ লকডাউন চলছে, বেরোনোর লোকও নেই। তাই আমি তখন পুলিশের ১০০নম্বরে ফোন করি। তারাই আমাকে বলেন বাড়ি থেকে বেরোতে না, তারাই পৌঁছে দেবে প্রয়োজনীয় ওষুধ। সেইমতোই সোমবার শিলিগুড়ি থানার পুলিশ এসে পৌঁছে দিয়ে গেলেন জীবন দায়ী সেই ওষুধ। পুলিশের এই উদ্যোগে আমি খুশী বলে জানান শর্মিলা দেবী। এত ব্যাস্ততার মধ্যেও তারা আমাদের ওষুধ দিয়ে যাওয়ায় আমরা কৃতার্থ।