অবতক খবর :: শিলিগুড়ি :: কেউ পাচ্ছেন না রেশন, আবার কারো কাছে নেই ওষুধ আবার কারো দরকার টাকা। এই সব আবেদন নিজেই মেটাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। ওয়ার্ডের মানুষ সকাল থেকে রাত ছুটে যাচ্ছেন কাউন্সিলারের অফিস কিংবা ঘরে। দরকার টাকা দিচ্ছেন কাউন্সিলার, দরকার ওষুধ ফোন করে একমাসের ওষুধ নিজের দায়িত্বে যোগার করে দিচ্ছেন কাউন্সিলার। কারো দরকার চাল এবং আটার যোগার করে সেটারও প্রয়োজন মিটিয়ে দিচ্ছেন কাউন্সিলার।
লকডাউনের প্রায় পঞ্চাশ ছুই ছুই, কিন্তুু এতে দমে যান নি কাউন্সিলার শ্রাবনী দত্ত। দিয়ে যাচ্ছেন সমস্ত প্রয়োজনীয় সামগ্রী। রোজ অফিসে আসেন প্রায় কুড়ি জন লোক, প্রত্যেককে তাদের চাহিদামতো জিনিস দিয়ে যাচ্ছেন।
কাউন্সিলার শ্রাবনী দত্ত জানালেন কতদিন পারবো জানি না। আবার কাউকে ফেরাতেও খারাপ লাগে দেখা যাক কি হয় আগামীতে।