অবতক খবর,৬ আগস্ট: শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ব্রতীন মন্ডল। বিগত দিনে তার মেধার পরিচয় পেয়েছে শান্তিপুরবাসী তথা বাংলা। মাধ্যমিকে তৃতীয় স্থান যা সত্যিই অভাবনীয় ব্যাপার। তারপর অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এ বেঙ্গল টপার হয়ে অল ইন্ডিয়াতে সেকেন্ড হয়েছিল ব্রতীন। এবার আবারও শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় তথা শান্তিপুরবাসী এবং ব্রতীনের মুকুটে যোগ হল আরেকটি পালক। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সারাবাংলায় তৃতীয় স্থান অধিকার করে তার পিতা-মাতা সহ তার স্কুল এবং শান্তিপুরবাসীর মুখ উজ্জ্বল করল শান্তিপুরের ব্রতীন মন্ডল। এ বিষয়ে তার প্রতিক্রিয়া যে, অক্লান্ত পড়াশুনার উপর ভালোবাসা এবং পরিশ্রম এবং বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা তার এই সাফল্যের পেছনে অনেক বড় কাজ করেছে।

এহেন মেধাবী ছেলের জন্য শান্তিপুরবাসী আজ গর্বিত। ব্রতীন এর ব্যাপারে জানাতে গিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কিংশুক চক্রবর্তী এবং অপর একজন শিক্ষক প্রকাশ চন্দ্র দাস জানালেন, তার এহেন শ্রীবৃদ্ধিতে তারা খুবই আপ্লুত এবং গর্বিত। ভবিষ্যতে যেন আরো উজ্জল জায়গায় যায় এবং তার স্কুল তথা শান্তিপুরবাসীর মুখ উজ্জ্বল করুক। তৎসহ ব্রতীন এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা সব সময় তার পাশে রয়েছেন।