অবতক খবর ,১৪ জুলাইঃ  জাতীয় কংগ্রেসের প্রতিকে জয়ী হওয়ার মাত্র দুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সামশেরগঞ্জের ১৪ নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য পায়েল দাস। বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহিদুল ইসলাম, পায়েল দাসের স্বামী সুব্রশীল সরকার ওরফে পাপ্পু সহ অন্যান্যরা। উল্লেখ্য, এবারে সামশেরগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতির আসন এসসি মহিলা সংরক্ষিত।

ব্লক প্রশাসন সূত্রে খবর, সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন ২৭। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১ টি, কংগ্রেস পেয়েছে ৫ টি এবং বিজেপি পেয়েছে ১ টি আসন।এবারে একজন পুরুষ ও এক মহিলা নিয়ে মোট দুটি আসন এসসির জন্য সংরক্ষন করা রয়েছে। পাশাপাশি সভাপতির চেয়ারে বসতে গেলেও এসসি মহিলা হওয়া প্রয়োজন। এদিকে সভাপতি হওয়ার জন্য এসসি মহিলা প্রয়োজন পড়লেও সামশেরগঞ্জের জন্য বরাদ্দ একটি মাত্র মহিলা আসনে জয়লাভ করেন সামশেরগঞ্জের ১৪ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের কংগ্রেস প্রার্থী পায়েল দাস। এসসি মহিলা হিসাবে সভাপতি করতে হলে আপাতত পায়েলের উপরেই ভরসা করতে হবে তৃণমূল কংগ্রেসকে।

এদিকে মঙ্গলবার ফল ঘোষণার পরেই বৃহস্পতিবার সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের বাড়িতে আসেন কংগ্রেস থেকে জয়ী পায়েল দাস।সেখানেই আনুষ্ঠানিকভাবে হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। ভোটের ফল ঘোষণার মাত্র দুদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের রাজনৈতিক মহলে।