অবতক খবর , মুর্শিদাবাদ – বহরমপুর কংগ্রেস ভবনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে শুক্রবার ৩৫০ জন সক্রিয় তৃনমুল কর্মীরা কংগ্রেসে যোগদান করল। বড়ঞা ব্লকের কল্যানপুর ১ ও ২, কুলি, খরজুনা, সাউরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত তৃণমূলের কর্মীরা বড়ঞার বিধায়িকা প্রতিমা রজকের নেতৃত্বাধীনে অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা গ্রহন করে কংগ্রেস দলে যোগদান করলেন। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি বিষয়ে বেশ কিছু বক্তব্য পেশ করলেন।

চিনের আগ্রাসন নীতি ও ভারত সীমান্ত পেরিয়ে চিনের অনুপ্রবেশ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে দুষলেন তিনি৷ ভারতের সৈন্যবাহিনীদের এতো কড়া নজরদারী সত্ত্বেও কি করে চিনারা ভারতের সীমান্ত পেরিয়ে ১৮ কিমি পর্যন্ত প্রবেশ করতে পারে , তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। তৃনমুল এবং বিজেপি দল যেভাবে একজোট হয়ে সভা সম্মেলন করছে কংগ্রেস সে ক্ষেত্রে ব্যতিক্রমী। মুখ্যমন্ত্রী পরিধি বানিয়ে দেওয়ার পর তারই দল সেই পরিধি ভাঙছে। কংগ্রেস নিয়মভঙ্গ করেনা। তাই এই আবহে ঘরের মধ্যে সমস্ত সভা সম্মেলন করছেন। এছাড়া অন্যন্যা জেলা বা রাজ্য থেকে মুর্শিদাবাদে যে সমস্ত বালির লরি ঢুকছে তাদের ঘুর পথে আনা হচ্ছে। তৃনমূল নেতা ও প্রশাসন মিলে টাকা আদায় করছে। দুর্নীতির মধ্য দিয়ে আত্মসাৎ করছে সবকিছু।