অবতক খবর,৩ জুলাই,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:দেশীয় প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার হয়েছে মন্তেশ্বরে। মন্তেশ্বরের ভাগরা এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করেছে এলাকার কিছু যুবক। তারা জানায় ভাগরা এলাকায় বন্ধুরা মিলে যখন বসে গল্প করছিল সেই সময় একটি নালা থেকে কচ্ছপটি রাস্তায় উঠে আসে। তারা কচ্ছপটি উদ্ধার করে জলে ভরা পাত্রের মধ্যে রেখে দেয়।

এরপর তারা প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কে খবর দেয়। প্রধানের নির্দেশমতো তারা বেলা নাগাদ মন্তেশ্বরের বিডিওর কাছে কচ্ছপটি জমা দেয় । মন্তেশ্বরের যুগ্ম বিডিও সোমনাথ সাউ বলেন , কচ্ছপ উদ্ধার হওয়া মাত্রই কাটোয়া রেঞ্জের বনদপ্তরের খবর জানানো হয়েছিল।

বনদপ্তরে দুই প্রতিনিধি মন্তেশ্বর ব্লকে উপস্থিত হলে তাদের হাতে কচ্ছপটি তুলে দেওয়া হয়েছে যাতে পুনরায় প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে ওই কচ্ছপটি।