অবতক খবর,৩ জানুয়ারি: হু হু বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা প্রতিরোধে তাই কঠোর বিধি জারি করেছে রাজ্য সরকার। সকাল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা। অফিস যাত্রী অধিকাংশের বক্তব্য, কারও অফিস সন্ধে ছয়টা কিংবা সাতটায় শেষ হয়। তাই সাতটার শেষ ট্রেন ধরা সম্ভব নয়। সন্ধেতেই ট্রেন বন্ধ হলে গেলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে মন্তব্য হকারদের।