অবতক খবর, সংবাদদাতা, হুগলি :: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি দেবানন্দপুর গ্রাম রাজ্যবাসীর কাছে বিশেষভাবে পরিচিত। আজও অমর কথাশিল্পী শরৎচন্দ্রের স্মৃতিতে গৌরবান্বিত এই গ্রাম। তবুও অবহেলার ছোঁয়া রহেই গেছে। দেবানন্দপুরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রসঙ্গ উঠলেও তা বারবার থেমে গেছে।
শরৎপ্রেমীদের কাছে জন্মভূমি দেবানন্দপুর গ্রামের প্রবেশপথে শরৎ তোড়ণ, শরৎচন্দ্র নামাঙ্কিত শিশুদের পার্ক, বহু প্রতিক্ষিত শরৎ পর্যটক আবাস নির্মাণ স্বপ্নই থেকে গেছে। এমনকি শরৎ জন্মভূমিতে পাঠাগারটি এখন পর্যন্ত গ্রামীন খোলস ত্যাগ করে শহর পাঠাগারের স্বীকৃতিটুকু পায়নি।
অথচ এই দেবানন্দপুরই পর্যটক এবং শরৎপ্রেমীদের কাছে আকর্ষণীয় স্হান। এরই সাথে প্রতি বছর ৩১ শে ভাদ্র দেবানন্দপুরে কথাশিল্পীর জন্মদিনে সরকারী খরচে কিছু অনুষ্ঠানও হয়। আবার জন্মদিন মিটতে না মিটতে স্মৃতিতে ধুলো জমতে থাকে।
প্রতি বছরই প্রতিশ্রুতি মিলেছে কিন্তু প্রতিশ্রুতি কবে পূরণ হবে তার সদুত্তর পাননি গ্রামবাসীসহ শরৎপ্রেমীরা। তবুও এই দেবানন্দপুরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে সেই আশাতেই বুক বাঁধছেন দেবানন্দপুরবাসীসহ শরৎপ্রেমীরা।