অবতক খবর,২ জুলাই: পৌরসভা থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী হালিশহরের বিভিন্ন রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেল। আর এই কাজ পর্যবেক্ষণ করতে রাস্তায় বেরিয়ে পড়লেন পৌর প্রশাসক অংশুমান রায়। এ ব্যাপারে হালিশহর পৌরসভার পৌর প্রশাসক অংশুমান রায় জানান, “আমরা শহরবাসীকে কথা দিয়েছিলাম যে আর বিলম্ব না করে,এই পরিস্থিতিতেই আমরা জুলাই থেকে হালিশহরের উন্নয়নের কাজ শুরু করব। সেই কথা অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে। আর সেই কাজ আমি নিজে রাস্তায় বেরিয়ে পর্যবেক্ষণ করছি। ‌ যাতে শহরের উন্নয়নে এতটুকু গাফিলতি না থাকে। কাজে যাতে কোন ফাঁকি না দেওয়া হয় সেদিকেও নজর দিচ্ছি আমরা।এছাড়াও আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করছি। মানুষের কি অভাব অভিযোগ রয়েছে সেটাও দেখছি।”