অবতক খবর, অভিষেক দাস,মালদা:- কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলিগুড়িতে ভার্চুয়াল সভার মধ্যেই মালদায় লাইভ সম্প্রচার করে কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে আসা প্রাক্তন ৩৪ জন সদস্যদের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগ পত্র তুলে দেওয়া হলো। মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গ সফরের মধ্যে শিলিগুড়িতে ভার্চুয়াল সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সেই ভার্চুয়াল সভা মালদা জেলার প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সম্প্রচারিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে আসা প্রাক্তন ৩৪ জন সদস্য। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ প্রশাসনের পদস্থ কর্তারা।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই এদিন প্রাক্তন ওই ৩৪ জন কেএলও জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে এই নিয়োগপত্র তুলে দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা।