অবতক খবর,৩ জানুয়ারি,মালদা:- কনকনে ঠান্ডার প্রভাব কাটাতে বাড়ির উঠোনে বসে আগুন তাপছিলেন এক গৃহবধূ। কিন্তু অসতর্কবশত সেই গৃহবধূর শাড়িতে আগুন ধরে যাওয়ায় অগ্নিদগ্ধ হন তিনি। সোমবার রাতে এই ঘটনার পর তড়িঘড়ি ওই মহিলাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে গভীর রাতে মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকচক থানার খড়তলা এলাকায়। এই ঘটনায় ওই গৃহবধূর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম মঙ্গলী ঘোষ (৪৫) । এদিন মালদা জেলা জুড়ে প্রবল শীতপ্রবাহ শুরু হয়। তারই মধ্যে ওই গৃহবধূ নিজের বাড়ির উঠোনে আগুন পোহাছিলেন । ঘটনার সময় কেউ ছিলেন না বাড়িতে। অসতর্কবশত ওই মহিলার শাড়িতে আগুন ধরে যায়। ঘুমের ঘরে ছিলেন ওই মহিলা। শাড়িতে সেই আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। কোন রকমে ওই মহিলার আগুন নেভানোর চেষ্টা করে। গুরুতর অবস্থায় ওই মহিলাকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন পরিবারের লোকেরা। কিন্তু সংকটজনক অবস্থায় মধ্যরাতে ওই মহিলার মৃত্যু হয়। এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।