সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে রাষ্ট্র।অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে আর পড়ছেনা চাল ডাল গম ভোজ্য তেল পেঁয়াজ ইত্যাদি। এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আর থাকছে না সরকার। ফলে ইচ্ছেমতো মৃল্যরৃদ্ধি করতে পারবে পুঁজিপতি ব্যবসায়ীরা।
কপালে ভাঁজ
তমাল সাহা
আমাদের তো ভাঁজেরই কপাল
অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য নয় আর
চাল গম ডাল।
আলু পেঁয়াজ তেলও পড়ে সেই দলে।
ইচ্ছেমতো বাড়াবে দর পুঁজিপতি বলে বলে!
কি করে ভরবে পেট—
খিদের আগুন তো নেভেনা, জ্বলেই চলে।
তুমি রাষ্ট্র,
তোমার নেই কোনো দায় ও শ্রম।
আমার রাজস্ব, তোমার খবরদারি
আমার উপরেই তোমার যত মাতব্বরি।
টাকা আমার, বড় গাড়ি বাড়ি তোমার,
সংসদ ক্যান্টিনে খাবার খাও সস্তায়।
তুমি জনগণ,পাবলিক-ভোটার
তোমার ভোটের অধিকার,
কারা লুটেপুটে খায়!