যুদ্ধ! যুদ্ধ! গাজায় নিহত দেড় হাজার মানুষ। মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান… কমপক্ষে এক হাজার জায়গায় বিমানের হামলা। ব্যবহৃত হচ্ছে সাদা ফসফরাস বোমা যা কিনা যুদ্ধাপরাধ
কারগিল যুদ্ধে ছিলাম, ইউক্রেন রণাঙ্গনে ছিলাম, এখন গাজা রণাঙ্গনে আছি।
রাইত কত হইলো? আরো লাশ আছে নাকি!
কফিন কারিগরদের কাছে যাচ্ছি
তমাল সাহা
শব্দগুলি সেই কবে অভিধান থেকে বেরিয়ে পড়েছে। লোহার নাল লাগানো বুট পরে বিশ্ব চরাচরে হ্রেষাধ্বনি তুলে বীরত্ব দেখাচ্ছে
নতুন শব্দ আর জমা হচ্ছে না শব্দকোষে উপরন্তু শব্দগুলি ছুট হওয়ায় বাতিলযোগ্য বলে ঘোষণার প্রয়োজন ছিল, অভিধানের পৃষ্ঠা কমে হালকা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি।
শব্দগুলি বহুল এবং একনাগাড়ে ব্যবহৃত হওয়ায় ক্লিশে হয়ে গিয়েছে।
কারণ শব্দার্থ,উৎস এবং ব্যুৎপত্তি সমস্ত বিষয়গুলি আমাদের জানা হয়ে গিয়েছে।
পাথুরে হৃদয়ে বোধের স্তর তলানিতে গিয়ে ঠেকেছে, জানিয়েছে মনোবিশারদগণ
সংঘর্ষ শব্দটি আর্তনাদ মেখে বসে আছে।
নির্মমতা ও নৃশংসতা শব্দ দুটি পরস্পর তীব্র সমকামী চুম্বন সেরে নেবার পর দ্রুত হেঁটে যাচ্ছে আকাশের বারান্দায়
রাত্রির এলইডি আলোয় পুজো মণ্ডপে প্রতিমা দেখার মতো অজস্র ভিড় করে
অন্ধকার বিদীর্ণ রাতে আমরা বেরিয়ে পড়েছি।
শব্দ ও আলোর সমারোহে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে আকাশচুম্বী স্পর্ধিত আবাসন মল বাজার স্কুল হাসপাতাল শরণার্থী শিবির।
আমরা দৃশ্যকাব্যে যুদ্ধের কেরামতি দেখি।
কে বলে অন্ধকার? এতো আলোর উৎসার শব্দবাজির উদগীরণ দেওয়ালি উৎসবকেও হার মানায়
রক্তপাত শব্দটিতে আতঙ্কের কিছু নেই।
পতন স্বাভাবিক বলে রক্তের সঙ্গে পাত শব্দটি ব্যকরণগতভাবে স্বীকৃত।
প্রজনন ক্রিয়া এখনো সুস্থির আছে বলে শিশুবধ নারী সংহারে আমরা ভীত নই। পৃথিবীর প্রান্তে এখনো অসংখ্য রমণী পড়িয়া আছে পৌরুষের আকাঙ্ক্ষার, অকাতরে তাহারা জাতকের জন্ম দিতে পারে।
আদিম নিয়মে যুদ্ধ ও ধর্ষণ যুগপৎ ক্রিয়া কোনো অস্বাভাবিক প্রক্রিয়া নয়
আকাশযুদ্ধে আলো শব্দের নিপুণ বুনন তুমি দেখো।
আমি রণাঙ্গন থেকে ক্ষেপণাস্ত্র বোমাবর্ষণ যুদ্ধ জাহাজ বোমারু বিমান শব্দগুলির ব্যবহারিক অর্থ শিখি।
বিধ্বংস বা ধ্বংসাবশেষ বলতে কি বোঝায় তা উপলব্ধে আনি
এইমাত্র কাফন বিক্রির বাজারে বোমা বর্ষণ হলো।
আমি কফিন কারিগরদের মহল্লায় যাচ্ছি।
মৃত ঘৃণিত মানুষের পচা গন্ধ অত্যন্ত তীব্র।
যথাসময়ে দাফন না হলে সেই দুর্গন্ধ বৃহৎ মাত্রায় ছড়িয়ে পড়বে, বিশ্ব বায়ুমণ্ডল দূষিত হবার প্রবল সম্ভাবনা
আমি তো মানুষ! বলো, আমারও তো একটা দায় আছে।
তাই কফিন সংগ্রহের দিকে যাচ্ছি…