ঐতিহাসিক কৃযক বিদ্রোহের পাশে এসে দাঁড়িয়েছেন কবি শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা।দিল্লির তিনটি সীমান্তে খোলা হয়েছে ভগৎ সিং লাইব্রেরি। কৃষক বিদ্রোহকে সামাজিক গণ আন্দোলনে রূপায়ণের প্রক্রিয়া শুরু হয়েছে।

কবিকথা
তমাল সাহা

এরা সব ক্ষেতের কবি।
ধান গম রুইতে জানে।
কবিতায় কথা বলে
শব্দের প্রাণে প্রাণে। ‌

শব্দ বিছনে ভেসে যায়
ভাতের ঘ্রাণ,
রুটি ফুলে ওঠে
আগুনের আঁচে।
এইসব কবিরা আছে বলে
মাটি আজও গর্ভবতী হয়
ফসল বুকে নাচে।

এসব কবিদের খুব সাধারণ নাম। ‌
রবীন্দ্র, নজরুল, সুকান্ত,
বীরেন্দ্র,কমলেশ,মণিভূষণ
এদের কলমে শুধু
মাটি আর মানুষের উচ্চারণ।

মাটি আর মানুষ ছাড়া
হয়েছে কোনোদিন কবিতা?
এমন আকাশ দেখেছো কি
যেখানে নেই হিরন্ময় সবিতা!