কবিতা উৎসব লিটিল ম্যাগাজিন স্টলঃ কবিতার আড্ডা

কবিতা কি, কবিতা কোথায়, কিভাবে থাকে সেসব নিয়ে আজ লিটিল ম্যাগাজিন স্টল ঈশ্বর গুপ্ত প্যাভিলিয়ানে চলে রীতিমতো তুমুল আলোচনা।কবিতা লেখা হবে কেন এদিন মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড.তাপস মন্ডল। আকস্মিকভাবে তিনি প্যাভিলিয়ানে আবির্ভূত হয়ে এই আলোচনার সূত্রপাত ঘটান। তিনি বিস্তৃতভাবে পূর্ববর্তী কবিরা আমাদের জন্য কিভাবে পথ তৈরি করে।দিয়েছেন বর্তমান কবিরা কিভাবে কবিতা লিখছেন অগ্রজরা কিভাবে লিখতেন লেখার এই যে ধারাবাহিকতা এবং পূর্বজ কবিদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা অনেকেই নতুন প্রজন্ম গড়ে তোলার দায়ে দায়িত্ব পালন করেছেন বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে তিনি শঙ্খ ঘোষ সুনীল গাঙ্গুলীর নাম উল্লেখ করেন, উল্লেখ করেন কৃত্তিবাসের ভূমিকা কথা। তিনি মনে করেন কবিতা দুই প্রকার, একটিতে সৃজন হয় অন্যটিতে নির্মাণ হয়। কবিতা লেখায একটি ধারাবাহিক প্রক্রিয়া। কবিতা প্রসঙ্গে তমাল সাহা বলেন, কবিতা একটি চলমান প্রক্রিয়া। পৃথিবী সৃষ্টির আদিকাল থেকেই কবিতা নির্মাণ হচ্ছে। যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান ফলতো কবিতাও চলমান।সৃর্য থেকে যে গতিবেগ নিয়ে পৃথিবী সৃষ্ট হয়েছিল কবিতার উপাদানও তাই শব্দ ও উত্তাপ। পৃথিবীর সমস্ত শরীর জুড়ে তার আকাশ বাতাস অরণ্য প্রান্তর উপত্যকা জলস্রোত এমনকি মিছিলে সর্বত্রই কবিতা বহমান। কবিতার সঙ্গে ছবির সম্পর্ক কি– কবিতাই লেখার গুণে একটি ছবি হয়ে ওঠে, ছবি থেকে অনেক কবিতা গড়ে ওঠে- এ কথা বলেন চন্দ্রচূড় মিত্র।

আজ এই আড্ডায় কবিতা পড়েছেন জালাল উদ্দিন আহমেদ, কুশল মৈত্র, সোনালী ঘোষ, দেবাশিস ঘোষ, শান্তনু দাস, নিলয় নন্দী, চৈতালি বসু, পবিত্র ব্যানার্জি এবং আরো অনেকে।

মৈত্রী দূত শারদীয় সংখ্যাটি(সুখেন্দু বিকাশ মৈত্র স্মরণ সংখ্যা) কবি সাংবাদিক তমাল সাহা এবং সম্পাদ কুশলমৈত্র লিটিল ম্যাগাজিন কমিটির উপদেষ্টা ড.

তাপস মণ্ডলের হাতে তুলে দেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অসিত মন্ডল।