কবিতা এখন কতদূর যায়…
তমাল সাহা
১) ফিট
তুমি আমার মুখ দেখো
আমি তোমার মুখ দেখি
বোধ করি
এটাকেই বলা হয় মুখোমুখি।
আমি যদি এসএসসি হই তুমি হও নিট
আমি ছোট সরকার, তুমি বড় সরকার
আমরা শ্রীযুক্ত শ্রীমতী দুজনেই
কামাইবাজিতে দুর্দান্ত ফিট!
এসো
দুজনে খেলি একটু গোপন মারপিট!
২):আরো ম
পঞ্চ ম তো ছিলই দেশে
আরো ম দ্রুত এসে গেল অবশেষে।
ম-য়ে মমতা মোদি
মোবাইল মৃত্যু–
সবই ভয়ানক সর্বনেশে!
৩) অঙ্ক
চার দিনে গণ পেটাইয়ে পাঁচ জন খুন!
কত মানুষ কতদিন নিশ্চুপ থাকলে
গাঙ্গেয় উপকূলে সব মানুষ নিকেশ হয়ে যাবে, আপনিই বলুন।
৪) জেসিবি
শাসক এখন মেহেবুবা বিবি।
তাজিমুল শব্দটি থেকে কত দূরে তৃণমূল?
এ কোন্ বুলডোজার
মানুষের নাম হয়ে গিয়েছে জেসিবি!
৫) বন্ধুত্ব
বন্ধুত্ব ভালোবাসা স্পর্শ
এসবই ভাববাচক বিশেষ্য।
লিখতে ভালো শুনতে ভালো
আসলে দুর্লভ এবং অদৃশ্য!