কবিতা এবং ঘটমান
তমাল সাহা

১)কবিতা

এতো কথার তো দরকার নেই
আসল কথা হলো
মানুষের পাশে থাকা
মানুষের কাছে থাকা
মানুষের সঙ্গে থাকা

কবিতা তো এখানেই শেষ।
কবিতা
মানুষকেন্দ্রিক গেরস্থালি
অঙ্ক জ্যামিতি ইতিহাস ভূগোল বিজ্ঞান….

২) বৃষ্টিপাত

তুমি এলে
পাশে দাঁড়ালে
কাছে এলে
তারপর নিকটে দাঁড়ালে
মুখোমুখি হলে
এরপর কি হলো?
আমি জানিনা!

মেঘ হলো বিদ্যুৎ চমকালো
তারপর?
বৃষ্টিপাত হলো, হতেই থাকলো…

৩) বাংলা পুলিশ

বাংলার বায়ু বাংলার জল
বাংলার পুলিশ বাংলার বল।
পুণ্য হউক পুণ্য হউক হে ভগবান
বাংলার পুলিশ করে চলুক অপমান।

এক আনার বুট পালিশ
দু আনার তেল মালিশ।
বনেটের উপর যুবক
এক কিলোমিটার
টেনে নিয়ে যায় বঙ্গ-পুলিশ।

এই বঙ্গের এই বাংলার সাগর তীর
জেগে ওঠো পুলিশ
হে জোয়ান, হে প্রমত্ত প্রবীর!

৪) বিশ্ব জনসেবা দিবস

রাষ্ট্র পিছন মেইরে কইরে দিচ্ছে খাল
রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ বাধাইন দিছে
মানুষগুলান মইরছে শুধু বেচাল।

রাষ্ট্রসংঘ নিজেই বুইলছে, আজ মুরাই মানাইছি বুটে রাষ্ট্রসংঘ জনসেবা দিবস।
পেটে দানা নাই পানি নাই
দিবস! দিবস! কত্ত রঙ্গরস!