কবি চাইছে তোমার হাত
তমাল সাহা
রাষ্ট্র তো স্বাধীন কি পেলে উপহার?
তুমি বাড়িয়েছ হাত–
এক হাতে অনাহার,অন্যহাতে প্রহার।
যদি প্রশ্ন তুলি আজ রাষ্ট্রীয় নিরাপত্তা?
বাতাসে উঠবে রব, বেপাত্তা! বেপাত্তা!
কুরুক্ষেত্র হবে আবার? অন্য মহাভারত!
যুদ্ধ সাজে হস্তিনাপুর?
কবিতা তোমাকে নিয়ে যেতে পারে কতদূর?
রাজনীতিতে ধর্ম নেই, ধর্মের রাজনীতি!
তবে কি আবারও রক্তের অধ্যায়!
কবে হবে ইতি?
তখন শুধু ময়দানে হত্যা, আক্রান্ত পুরুষ
এখন ধর্মীয় স্লোগানে হত্যা, বেড়েছে জৌলুস।
এখন হত্যা-ধর্ষণ হাঁটে যুগপৎ বাড়ি বাড়ি
বাদ নেই বৃদ্ধা শিশু নারী।
কবিতা কতদূর যেতে পারে
কবি কি মুছে দিতে পারে এতো রক্ত!
কবি কলমহাতে করজোড়ে প্রার্থনা করে
কবির হাত ধরো,বন্ধন করো শক্ত।