কমিউনিস্টি
তমাল সাহা

আমি যদি এখন গাল পারি
গলা টিপে ধরবে তাড়াতাড়ি।
চারশো চুয়াল্লিশটা কমিউনিস্টি
কত তার তত্ত্ব-বুলি ফস্টিনষ্টি!

নিজেরাই হতে পারে না এক
এ বলে আমায় দেখ, ও বলে আমায়।
এ কূটকৌশল সাধারণ বোঝে কী হায়!
বিপ্লব আনতে বছরের পর বছর কেটে যায়…
আগ্রহ ছিল,মাথা কুটে মরে হতাশায়
বাম চেতনা সব দক্ষিণে ঢলে যায়।

হে মার্কেট, নভেম্বর বিপ্লব, লং মার্চ
পুরানো দিনের কথা মনে আসে!
সেসব শুধু ভাসে আকাশে বাতাসে।

তাহলে আসবে না আর কি সেইদিন?
সুকান্ত যে বলেছিল,
বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন।।