নরেশ ভকত :: অবতক খবর :: ১৫ই,ডিসেম্বর :: বাঁকুড়াঃ :: শনিবার বাঁকুড়া শহরের কমরার মাঠে কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন উপলক্ষে সমাবেশে উপস্থিত হয়ে সিপিএম রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ছটি রাজ্য বিরোধিতা করছে।
আসাম জ্বলছে, বাংলা জ্বলছে, ত্রিপুরা জ্বলছে, পুরো পূর্বাঞ্চল জ্বলছে। তারপরও মোদি, অমিত শাহ কোম্পানী স্বয়ং সেবক সংঘকে নিয়ে এনআরসি, ক্যাব চালু করার চেষ্টা করছে। সারা দেশের মানুষ সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলবেন।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মুখে বলছেন এনআরসি চালু হতে দেবোনা। অথচ এনপিআর তৈরীর সার্কুলার জারি হয়েছে। এখন মেগা সিরিয়াল চলছে দাবী করে তিনি বলেন, সিএবি-র ১ এপ্রিল থেকে শুরু হবে এনপিআর। যার ভিত্তিতে হবে এনআরসি। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলে তিনি জানান।