অবতক খবর,২৭ ডিসেম্বর,বাঁকুড়া:- গত পুরসভা নির্বাচনে বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে কাউন্সিলার হয়েছিলেন বাঁকুড়ার বর্তমান বিধায়ক নিলাদ্রী শেখর দানা। আজ সকালে নিজের ওয়ার্ডের কানকাটা এলাকায় স্থানীয় কয়েকজন গরীব বাসিন্দাদের মধ্যে কম্বল বিলি করেন বিধায়ক।
অভিযোগ বিধায়ক নিলাদ্রী শেখর দানা কম্বল বিতরণ করতে গিয়ে প্রথমে স্থানীয় কয়েকজন যুবকের হাতে দলের পতাকা ধরিয়ে দেন। তাদের সাথে নিয়ে দলীয় শ্লোগান দেওয়া শুরু করেন বিধায়ক। পরে তাঁদের হাতে কম্বল তুলে দেন বিধায়ক। তৃনমূলের দাবি, সামনেই পুরসভা নির্বাচন। তার আগে বিনিময় প্রথা ব্যবহার করে কম্বলের বদলে নিজের দলের পক্ষে ভোট টানতে চাইছেন বিধায়ক।
তৃনমূলের দাবি এভাবে বিধায়ক বিজেপির পক্ষে ভোট টানার চেষ্টা করলেও আখেরে কোনো লাভ হবেনা। বিধায়ক নিলাদ্রী শেখর দানা অবশ্য তৃনমূলের এই সমালোচনায় কান দিতে নারাজ। তাঁর দাবি সামনে পুরসভা ভোট বলে তিনি এই কম্বল দেননি। এই কাজ তিনি প্রতিবছরই করেন। সামনে ভোট থাকায় কম্বল দিতে গিয়ে শুধুমাত্র দলের প্রচার চালিয়েছেন।