অবতক খবর,৬ জানুয়ারি: কৃষি নির্ভর উত্তর দিনাজপুর জেলার এসএসবি শ্রীকান্ত সিনহা বোরিং পদ্ধতিতে কমছে ভুট্টার চাষের খরচ ইসলামপুর মহকুমার যুগ্ম উপকিসি আধিকর্তা(প্রশাসন) শ্রীকান্ত সিনহা। তার এই যন্ত্র ব্যবহার করে ইসলামপুর মহাকুমা এলাকায় এবার 270 একর জমিতে ভুট্টা চাষ হয়েছে তবে শ্রীকান্ত সাহেবের এই যন্ত্র পেয়ে চাষিরা খুশি তবে শ্রীকান্ত সাহেবের এই যন্ত্রতে বিনা চাষেই ভুট্টা লাগাতে পারছেন চাষিরা, শ্রীকান্ত সাহেব জানিয়েছেন আমি একটি যন্ত্র বানিয়েছি সেটি হলো SSB যন্ত্র বীজ গড়া হাল এই বীজগাড়া হাল দিয়ে ভুট্টা চাষ করলে প্রতি জমির একর প্রতি ন থেকে দশ হাজার টাকা চাষীদের বাঁচে, তবে প্রতি জমিতে চাষ করা ছাড়াই ভুট্টা লাগানো যায় জমিতে ধান কাটার সাতদিন পরেই জমিতে ভুট্টা লাগানো যায় বিনা চাষে।
এই পদ্ধতিতে ভুট্টা লাগালে সারের অপচয় হয় না, জলের খরচের কম লাগে জমিতে মাটির শাস্ত্র ভালো থাকে ও ভূমিকায় কম হয় পাশাপাশি চাষিরাও লাভবান হয়। সেই মোতাবিক উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এই পদ্ধতিতে চাষ হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন রাজ্যের থেকে এই যন্ত্রর খোঁজ নেওয়া হচ্ছে এবং ইসলামপুর এগ্রিকালচার অফিসে এসে বিহারের আধিকারিকরা শিখে যাচ্ছেন কিভাবে চাষ করতে হবে এবং বিহারেও শ্রীকান্ত সাহেবের এই যন্ত্রের সাহায্যে চাষ হচ্ছে শুধু তাই নয় ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভুট্টা চাষ করার কারণে খুশি রয়েছেন চাষীরা এবং ইসলামপুর এগ্রিকালচার অফিসের জয়েন ডাইরেক্টর শ্রীকান্ত সাহেবকে ধন্যবাদ যাপন করছেন এবং তার ছিল জানাচ্ছেন প্রতি জমির একর প্রতি ৯থেকে ১০ হাজার টাকা আমাদের বেঁচে যাচ্ছে এবং কষ্ট কম হচ্ছে বর্তমানে ভুট্টা গাছের চেহারাও ভালো রয়েছে।