অবতক খবর, উত্তরদিনাজপুরঃ করণদিঘি ব্লকের টুঙ্গীদীঘি থেকে বালুচর এবং চারধাম মালি পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল দশা হয়ে পড়ে আছে । দুইদিন ধরে ঝড় বৃষ্টিতে বিশাল বড় বড় গর্ততে জল জমে আছে। বর্ষাকালে আসলে কি অবস্থা হবে তা সহজেই অনুমেয় । তুঙ্গীদিঘি ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, কারণ জল জমে থাকার জন্য দোকানে বেচা কেনা নেই এবং ছাত্রছাত্রীরা সাইকেল এবং হেঁটে যেতে পারছে না ।
বিশাল বড় বড় গর্তে জল জমে আছে এবং কাদা হয়ে আছে তুঙ্গীদিঘি এলাকার অ্যাম্বুলেন্স নিয়ে যেতে খুব কষ্ট হয় সেটাই দেখার বিষয় প্রশাসনকে । বড় বড় গর্ত এবং জল জমে থাকার কারণে এই বিষয়গুলো বিষয়গুলো দেখা উচিত এই রাস্তা দীর্ঘদিন এই বড় বড় গর্ত হয়ে জল জমতে থাকে কবে হবে তার জন্যই এলাকাবাসী অপেক্ষায় আছে । সুক্রবার বিজেপির মেম্বার বিনয় মহন্ত বলেন আলতাপুর টু জিপি এবং লাউতাড়া টু জিপি এই রাস্তা দীর্ঘদিন ধরে এই অবস্থা আছে প্রশাসনকে নিয়ে বসে আলোচনা করে এবং বি ডি ও কে জানানো হবে। এই বিষয়ে বিনয় বাবু বলেন, এটা প্রশাসনকে দেখা উচিত।