অবতক খবর , রণজিৎ যাদব , উত্তর দিনাজপুর :- উওর দিনাজপুর জেলা করণদিঘীতে শিলিগুড়ি থেকে মালদা যাওয়ার পথে করণদিঘী পাননাথ মোড় কমীসভা করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু,।
এদিন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে যেভাবে কাজ করছেন ভারতবর্ষ গোটা বিশ্বে মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন ।
এবার পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, একাধিক প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন বাংলার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস শাসকদল সব বন্ধ করে রাখছেন । কমীদের খুন করছে শাসকদল, আগামী ভোট বিজেপি পশ্চিমবঙ্গ সরকার গড়বে ২০২১ ভোট বিজেপি জিতবে প্রত্যেক কমী সমথকরা প্রচার নেমে পড়ছেন, তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপি জিতবে।