অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি ঐতিহ্য ও প্রাচীনতম কালী বাড়ি। সারা বছরে জেলার ও জেলার বাইরে বহু ভক্তের সমাগম হয় এই কালী মন্দিরে,প্রতিবছরই পৌষ মাসে মন্দির সংলগ্ন মাঠে এক মাস ধরে চলে মেলা মঙ্গল ও শনিবার।
তবে এ বছর মেলা বন্ধ রাখা হয়েছে করোনা আবহের কারণে , মন্দির সেবাইত বিশুতোষ পান্ডে জানান বহু প্রাচীন তম বিষ্ণুপুর কালীবাড়ি দীর্ঘদিন ধরে চলে আসছে এই মেলা।
মানুষের কথা মাথায় রেখে মন্দির প্রবেশ এর পূর্বে স্যানিটাইজার হচ্ছে এবং মুখে মাস্ক দিয়ে মন্দিরে প্রবেশ করতে অনুরোধ করা হচ্ছে। এই মন্দিরে বলি প্রথা ছিল তবে পুরোহিতদের কথা মান্যতা দিয়ে মনস্কামনা পূর্ণ হওয়া ব্যক্তিরা অনেকেই বুঝতে পেরেছেন।
এই মন্দিরে মনস্কামনা পূরণের জন্য বহু ভক্ত আসেন সারা বছর। করণা পরিস্থিতি ঠিক হয়ে গেলে পরের বছর থেকে আবার মেলা বসবে বলে জানাচ্ছেন মন্দির সেবাইত যারা আছেন।