অবতক খবর, সংবাদদাতা , ১৪ এপ্রিল :: উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের করণদিঘী পুকুরে করণ রাজার মেলা নববর্ষ মেলা করোণা ভাইরাস জেরে বন্ধ। সকাল থেকেই প্রশাসন কড়া পদক্ষেপ। 400 বছর এই মেলা করোণা ভাইরাস জেরে বন্ধ। করণদিঘী বাসীর মন খারাপ। নববর্ষ প্রথমদিন লক ডাউন সাথে বাড়িতেই রয়েছেন সকলেই।
করণদিঘী মেলা প্রবেশ সব রাস্তা নাকা চেকিং চলছে। দোমহনা ,বোতলবাড়ি , ঝাড়বাড়ি, যাতে কেউ মেলা পুকুর না যেতে পারে। একই সাথে করণদিঘী থানার ভারত বাংলাদেশ সীমান্তে মহেশপুর বরড়া গ্রাম কাটা তার ঘেরা। ওপার বাংলা সাথে এই বাংলা ঐতিহাসিক মিলন মেলা বন্ধ।
কড়া নিরাপত্তা প্রহরা সেনাবাহিনী জওয়ানরা। করোণা সচেতন থেকে মাইকিং প্রচার করছেন বিএসএফ সেনা জওয়ান এ এস আই নিমাই সিংহ। স্থানীয় গ্রামবাসীদের সাথে আলোচনা করছেন সকলেই সুস্থ থাকে ভালো থাকে।