অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে করোনাকে হারিয়ে ঘরে ফিরলেন ৪২জন। কাল ওই বিয়াল্লিশজনকে ছুটি দিয়ে দেওয়া হয় কোভিড হাসপাতাল থেকে এরমধ্যে তিরিশ জনই শিলিগুড়ি মহকুমার অন্তগত। এই ৪২ জনকে নিয়ে গত তিনদিনে করোনা রোগীর সুস্থতার সংখ্যা বেড়ে দাড়ালো দেড়শো জন। এদিকে করোনা রোগীর বাড়ি কিংবা ফ্ল্যাট এর সামনে বাশ দিয়ে ব্যারিকেড করা নিয়ে অসন্তুুষ্ট অনেকেই কিভাবে অন্য উপায়ে বের করা যেতে পারে তা নিয়েই আলোচনা এখন অনেক পরিবার এবং ওয়ার্ডের মধ্যেই। এতে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে চাপ বাড়ছে বলে অভিযোগ অনেকেরই। এই নিয়ে গতকাল শিলিগুড়ির তিনটে ওয়ার্ডে গন্ডগোলের সৃষ্টি হয়।
গতকাল শিলিগুড়িতে মোট আক্রান্ত হয়েছেন বারো জন। এদের মধ্যে শিলিগুড়ির উনচল্লিশ নং ওয়ার্ডে তিনজন ধরা পড়েছেন। গোটা শিলিগুড়িতে যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সেদিকে তাকিয়ে গোটা শিলিগুড়িকে লকডাউন করবার পক্ষে অনেকেই। শিলিগুড়ির ব্যাবসায়ীমহলও চাইছে লকডাউন করতে। শিলিগুড়ির বিভিন্ন বাজারে যেভাবে জনসমাগম হচ্ছে সেখান থেকেই সংক্রমন ছড়ানোর আশঙ্কা করছেন অনেকেই।
মুখ্যমন্ত্রী কোচবিহার এবং শিলিগুড়ি নিয়ে আলাদাভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শিলিগুড়িতে বারো জনের আলাদা একটি দল পাঠাবেন আরেকবার বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে। শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই,গোটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি তাই শিলিগুড়ির সংক্রমন ভাবিয়ে তুলেছে অনেককেই। গতকাল থেকেই কোভিড পজিটিভ কেস রোগীদের শিলিগুড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। শিলিগুড়ির বেশ কয়েকটি নার্সিংহোমকে এই তালিকায় রাখা হয়েছে।