অবতক খবর ,হালিশহর ::দাসপাড়া অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার নাম করে তোলাবাজির চেষ্টা করলেন ধৃত এক ব্যক্তি। ধৃত ব্যাক্তিটির নাম অভিজিৎ সরকার। বিগত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। তারপরই তিনি গত ১৪ তারিখ ডাক্তারের কাছে যান। এরপরই আজ তিনি স্থানীয়দের জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু তার কাছে এর চিকিৎসার সামর্থ্য নেই। তাই তাকে যথাসাথ্য আর্থিক সাহায্য করা হোক।এটি জানানোর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে। কিন্তু তারপর অভিজিৎকে নৈহাটী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নন। এমনকি প্রশাসন সূত্রেও জানা গেছে , এই ব্যক্তির করোনা হয়নি, কিন্তু এই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে টাকা তোলার চেষ্টা করছিল সকলের থেক
একদিকে স্থানীয়রা অভিজিতের এই কাণ্ডের জন্য যেমন ক্ষুব্দ অন্যদিকে তার দেখানো ভয়ে তারা বেশ আতঙ্কিত। এলাকায় আর কারো জ্বর সর্দি কাশি হয়েছে নাকি তা নিয়েও সব সময় তটস্থ থাকছেন সকলে। সকলের কপালেই চিন্তার ছাপ। তারা আরো ভয় পাচ্ছে, কেউ এইভাবে আবার সাধারণ সর্দিকাশি নিয়ে তাদের প্রতারণা করলে, সেইটা তারা বুঝবেন কি করে। এই নিয়ে রাস্তার মোরে মোরে শুরু হয়েছে জটলা। সারাক্ষন চিন্তায় কাটাচ্ছে এই এলাকার বাসিন্দারা।