সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কুচবিহার ::    পাড়ার দুয়েকজন বখাটে ছেলের কুমন্ত্রণায় রাস্তায় গাছ ফেলে, বাঁশের খুটি গেড়ে শক্তপোক্ত বেড়া লাগিয়ে রাস্তা আটকানোর অভিযোগ শীতলখুচীতে। মধ্যশীতলকুচি গ্রামের এই রাস্তাটির সাথে সংযোগ কৃষকবাজার, ইলেকট্রিক সাবস্টেশন, থানা, হাসপাতাল, হাট বাজার সবই ।

জানা গেল, বখাটেদের অজুহাত করোনা আটকাতে নাকি তারা রাস্তা আটকিয়েছে। কিন্তু আশপাশের দুয়েকজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বললেন, ওই ছেলেরা তেপথির সেন্টারে সবসময় আড্ডা মারে, আর সাঁঝে-রাতে নানা রকম কুমন্ত্রণা ও উটকো ঝামেলা করে বেড়ায়। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ এসে রাস্তা খুলে দেয়। তখনও জড়ো হয়ে আড্ডা মারছিলো ছেলেরা।পুলিশকে দেখে তারা পালিয়ে যায়।

গ্রামের পঞ্চায়েতের প্রতিনিধি মতিলাল বর্মন ঘটনাস্থলে এসে পুলিশকে নালিশ করেন,এখানকার কয়েকটা ছেলে সবসময় ঝামেলা পাকিয়ে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ জানান, ওই রাস্তায় বখাটেদের লাগানো আরো দুটো বেড়া খুলে দেওয়া হয়েছে এবং মানুষকে লকডাউন মেনে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়েছে।