অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার : করোনার আবহে কোভিড-১৯ এর সন্ধানে লালারস সংগ্রহ অভিযান ধারাবাহিকভাবে চলছে শীতলকুচিতে। বৃহস্পতিবার শীতলখুচি ব্লকের ডাকঘরা বাজারে শীতলকুচি ব্লক প্রশাসনের উদ্যোগে পথ চলতি মানুষকে ধরে ধরে এই লালা রস সংগ্রহ অভিযান বেলা ১১টা থেকে শুরু হয়। আজকের অভিযানে ২৯৭ জন মানুষের লালারস সংগ্রহ করা হয়েছে। জানা যায়, তন্মধ্যে দুজনকে পজিটিভ পাওয়া গেছে। শীতলকুচি ব্লক হাসপাতালের টীমে উপস্থিত ছিলেন ডাক্তার উত্তম কুমার বর্মন এবং কমিউনিটি হেলথ অফিসার কানন বর্মন বিডিও অফিস কর্মী পুলক বর্মন।
শীতলকুচি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ মারফত জানা যায়, ডাকঘরা বাজারে আজকে বিশেষ অভিযান চালিয়ে পথ চলতি মাস্কবিহীন মানুষজনকে ধরে ধরে লালরস সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বিডিও অফিস সূত্রে জানান, আজ এই বিশেষ অভিযানে ২১১জনের র্যাপিড এন্টিজেন টেষ্ট করে দুজনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। কোভিড-১৯ এর ভিটিএম টেষ্টের জন্য ৮৬জনের লালারস নেওয়া হয়।