অবতক খবর,২৫ অক্টোবর: নভেল করোনার ইঞ্জেকশন না পাওয়ার ফলে পথ অবরোধ। হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের, আমতা দুই নম্বর ব্লকের, জয়পুর থানার,ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলশডিহি এলাকার মানুষ নভেল করোনার ইঞ্জেকশন না পাওয়ায় পথ অবরোধ করেন। জয়পুর,বাগনান বাস রুটের কলসডিহি বাস স্টপেজে।
ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলশডিহি, মধ্য জয়পুর, মহাকালী দহ, জয়পুর উত্তর বেড় বাঁধের বাসিন্দারা পথ অবরোধ করেছে , সূত্রে জানা যায় আশাকর্মীর কোন যোগাযোগ নেই। এলাকার পার্টির ও জনপ্রতিনিধিদের বৈষম্য মূলক আচরণের জন্য এলাকার পর এলাকায় মানুষের নভেল করোনার ইঞ্জেকশন হয়নি। তাদের দাবি, সঠিকভাবে এলাকার সকলের নভেল করোনার ইঞ্জেকশন দিতে হবে এবং দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জয়পুর থানার পুলিশ খবর পেয়েছেন।
অবরোধকারীরা যতক্ষণ পর্যন্ত সঠিক লিখিত আশ্বাস স্বাস্থ্য বিভাগের না পাচ্ছে ততোক্ষণ পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে এলাকার মহিলারা এই অবরোধ কর্মসূচি পালন করেছে। সকাল সাতটায় শুরু হয়েছে বলে জানা যায়।