অবতক খবর , জলপাইগুড়ি, ১৭ সেপ্টেম্বর : করোনার জেরে সামাজিক দুরত্ব মেনে করা পুলিশি পাহারার মধ্যে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ঘাটে চোলছে পিতৃ তর্পণ। প্রতি বারের মতো মহালয়ার সকালে জলপাইগুড়ি শহরের রাজবাড়ী দিঘি, তিস্তা নদীর ঘাটে অনুষ্ঠিত হলো তর্পণ। অতিরিক্ত জমায়েত যেনো ঘাট গুলিতে না হয় সে কারনেই মোতায়ন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মী।
করোনার মহামারী থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গতকাল জলপাইগুড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল মহালয়ার সকালে কোনো প্রকার জমায়েত করা যাবেনা। সেই মতো পুলিশের পক্ষথেকে গোটা শহর জুরে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়। আজ ভোর থেকে জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সন্দিপ মন্ডল ও ডিএসপি প্রদীপ সরকারের নেত্বিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় শহরের জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর ঘাটে ও জলপাইগুড়ি রাজবাড়ী ঘাটে। ঘাট গুলিতে প্রাচীন রিতি নিতি মেনে সাধারণ মানুষ তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃ তর্পণ করে। মুখে মাক্স স্যানিটাইজার ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পুরোহিত মশাইরা সাধারণ মানুষকে পিতৃ তর্পণ করান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জমায়েত যেই সমস্ত এলাকায় ছিল সেই সমস্ত জমায়েত সরিয়ে দেওয়া হয়।