অবতক খবর,২৬ এপ্রিল: করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা করল মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায় বলেন,করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন,কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। সঠিক পদক্ষেপ না নিলে আগামী ২রা মে ভোট গণনা বন্ধ করা হবে বলে,কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
“ভোটের প্রচার যখন চলছিল তখন কি আপনারা অন্য গ্ৰহে ছিলেন?” এই প্রশ্ন নির্বাচন কমিশনকে করেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায়। আগামী ২রা মে ভোট গণনার দিন করোনা বিধি নিয়ে কি ভেবেছেন নির্বাচন কমিশন এ বিষয়ে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে তাদের পরিকল্পনা জানাতে হবে,যদি সঠিক পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ না করেন তবে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে।
মাদ্রাজ হাইকোর্টের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সৌগত রায় সহ একাধিক নেতৃত্ব।
এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”নির্বাচন কমিশন তার দায় এড়াতে পারে না। আমরা বারবার বলেছিলাম অন্যান্য জায়গার মত কম দফায় নির্বাচন হোক। বাংলায় ৮ দফায় কেন? বাংলার মানুষকে মেরে ফেলার জন্য?”
এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,”মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির মতামতকে সম্মান জানিয়েই বলছি,এর জন্য কি শুধু নির্বাচন কমিশন দায়ী? এত কিছুর পরও নির্বাচন কমিশন উদাসীন থেকেছে,কেন্দ্রীয় সরকার উদাসীন থেকেছে, এমনকি রাজ্য সরকারও উদাসীন থেকেছে।”
এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য্য বলেন,”২০১১ সালে তো মুখ্যমন্ত্রী নিজেই ৮ দফা নির্বাচন দাবি করেছিলেন। এই করোনার দ্বিতীয় প্রবাহে রাজ্য সরকারের পক্ষে কি একটাও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে? একটাও সরকারি হাসপাতালে কি বেড বৃদ্ধি পেয়েছে? নির্বাচন কমিশনের যা বলার তারা তা বলবেন। কিন্তু এই রায় অত্যন্ত হতাশাজনক। রাজ্য সরকার এইভাবে মানুষকে আতঙ্কিত করতে চাইছেন এবং ভোট প্রভাবিত করতে চাইছেন।”