অবতক খবর :: শিলিগুড়ি :: ১২ এপ্রিল :: বিশ্বব্যাপী এই মহামারী করোনার মোকাবিলার সহযোগিতার হাত বাড়িয়েছেন ইসকন কর্তৃপক্ষ। অনেক ভক্তরা ডাক্তার নার্স হিসাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলছেন। শুধু ভারতেই ৭ লক্ষাধিক মানুষের জন্য প্রতিদিন খাবার বিতরণ হচ্ছে বিভিন্ন ইসকন সেন্টারের মাধ্যমে। এরে মাঝে শিলিগুড়ি ইসকন মন্দিরের সাধু-সন্তরা নিজেরাই রান্নার কাজে যোগ দিলেন এবং খাবার পৌঁছে দিচ্ছেন।
আজ ইসকন শিলিগুড়ি মন্দিরের এর পক্ষ থেকে পাঁচশতাধিক লোককে সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর খাবার বিতরণ করা হলো শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় এনজিপি থানার অধীনে মমতা পাড়ায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যাওয়া হবে। পুরো পরিষেবাটি ইসকনের আজীবন সদস্য, সমাজসেবী, এবং ভক্তবৃন্দ দের সহযোগিতায় হচ্ছে, জানান মহারাজ নাম কৃষ্ণ দাস।